ফালাকাটা: মঙ্গলবার সকালে ফালাকাটার দলগাঁওবস্তিতে যুবকের দেহ উদ্ধার, হাতির আক্রমণে মৃত্যুর অভিযোগ
মঙ্গলবার সকালে ফালাকাটা ব্লকের দলগাঁওবস্তিতে এক যুবকের রক্তাক্ত থ্যাঁতলানো মৃতদেহ উদ্ধার করা হল। মৃতের নাম রাহুল টুডু। বয়স ২২ বছর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, হাতির আক্রমণে মৃত্যু হয়েছে ওই যুবকের। তাঁরা জানান, সোমবার রাত সাড়ে দশটা নাগাদ হাতির ডাক শুনতে পান তাঁরা। রাহুলের দেহটি একটি বাঁশঝাড়ের কাছে পড়ে ছিল। রাহুল সেখানে কি করতে যান, তা জানা যায়নি। তবে এলাকায় প্রতি রাতেই হাতি হানা দিচ্ছে, জানান স্থানীয়রা। বনদপ্তর সূত্রে জানা