আলিপুরদুয়ার ১: আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ১০ লাখ টাকা দিলেন
আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ারের বিধায়কের উদ্যেগে মুক্ত জিমের আনুষ্ঠানিক উদ্বোধন হল।বিধায়ক কোটার ১০ লক্ষ টাকা ব্যায়ে এই জিম তৈরি হয়েছে।এদিনের অনুষ্ঠানে জেলাশাসক আর বিমলা,পুলিশ সুপার ওয়াই রঘুবংশী সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।আলিপুরদুয়ারের বিধায়ক।সুমন কাঞ্জিলাল বলেন,অনেকে সকালবেলা প্যারেড গ্রাউন্ডে আসেন।সবার কথা চিন্তা করে এখানে একটি জিম করা হল।আমরা শরীরচর্চা ভুলে গেছি।ফলে সহজেই রোগ বাসা বাধে।এই জিমে এসে শরীরচর্চা করলে শরীর সুস্থ