কুমারগ্রাম: দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের পর অসম-বাংলা সীমানার পাকরিগুড়ি নাকা পয়েন্টে চলছে কড়া পুলিশি নজরদারি
সোমবার দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের পর দেশের বিভিন্ন স্থানে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। অসম-বাংলা সীমানার পাকরিগুড়ি নাকা পয়েন্টেও কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। জানা গিয়েছে, অসম থেকে আসা যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি পাকরিগুড়ি নাকা পয়েন্টে আটক করে তল্লাশি চালাচ্ছেন পুলিশকর্মীরা। সোমবার রাতে নাকা পয়েন্টের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী।