বারাসাত ১: ভোটার সহায়তায় DYFI-এর উদ্যোগ: ছোট জাগুলিয়ায় এসআইআর সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন!
ভোটার সহায়তায় DYFI-এর উদ্যোগ: ছোট জাগুলিয়ায় এসআইআর সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন! ভোটারদের সঠিক ও নির্ভুলভাবে ফর্ম পূরণে সহায়তা করতে ছোট জাগুলিয়া হাই স্কুলের সামনে সিপিআইএমের দলীয় কার্যালয়ে ডিওয়াইএফআই (DYFI) ছোট জাগুলিয়া ইউনিটের পক্ষ থেকে একটি বিশেষ এসআইআর (এসআইআর এনুমারেশন) ভোটার সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হলো। চলতি মাসের ৪ তারিখ থেকে নির্বাচন কমিশন কর্তৃক এসআইআর-এর এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। কিন্তু ফর্ম পূরণে ত