কৃষ্ণনগর ১: বড় অন্দুলিয়া থেকে যাত্রীবাহী বাস থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, এক মহিলা সহ চার গাঁজা কারবারি ও তিন বাস কর্মী
পুলিশের চোখে ধুলো দিতে প্লাস্টিকের ঝুড়ির আড়ালে যাত্রীবাহী বাসে চাপিয়ে চলছিল গাঁজা পাচারের চেষ্টা। কিন্তু শেষ রক্ষা হলো না। তার আগেই ধরা পড়ে গেল গাঁজা কারবারিরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে কোলকাতা থেকে করিমপুরগামী বাসে প্লাস্টিকের ঝুড়ির আড়ালে গাঁজা পাচারের চেষ্টা করছিল এক মহিলা সহ তিন গাঁজা কারবারি। গোপন সূত্রে সে খবর পৌঁছে যায় কৃষ্ণনগর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ আধিকারিকদের কাছে। এরপরই চাপড়ায় বড় আন্দুলিয়ায় বাসটিকে আটক করেন তারা।