যিশুখ্রিস্টের জন্ম জয়ন্তী উপলক্ষে পশ্চিম জটা জয় যীশু মিলন সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজ অর্থাৎ মঙ্গলবার সকাল দশটা কুড়ি মিনিট নাগাদ জানা যায় মূরুষ্য ও থ্যালাসেমিয়া রোগীদের রক্তের সংকট মেটাতে এই উদ্যোগ নিয়েছেন জয় যীশু মিলন সংঘের সদস্যরা এদিন এই রক্তদান শিবিরে প্রায় শতাধিকের বেশি রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করেছেন বলে জানা যায় আর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে