রায়গঞ্জ: পড়ুয়াদের আবদার মেটালেন শিক্ষকরা পঠন-পাঠন শেষে বীরনগর GSFP স্কুলেই ফুচকা পার্টি, খুশি অভিভাবকরা
রায়গঞ্জের বীরনগর জিএসএফপি স্কুলে পড়ুয়াদের আনন্দ দিতে শনিবার আয়োজন করা হলো ফুচকা পার্টি। মূলত চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনুরোধে শুরু হলেও শেষ পর্যন্ত পুরো স্কুলের পড়ুয়া ও অভিভাবকদের জন্যই এই আয়োজন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে শতাধিক ছাত্রছাত্রী এতে অংশ নেয়। অভিভাবকরাও স্কুলের এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি। প্রধান শিক্ষক দুলাল সাহা চৌধুরী জানান, পড়ুয়াদের উৎসাহ ও অংশগ্রহণ বাড়াতেই এই উদ্যোগ।