আজ ৭ই নভেম্বর । নভেম্বর বিপ্লব দিবস । তাই মর্যাদার সঙ্গে দিনটিকে পালন করল ঝালদা দু'নম্বর ব্লক এলাকার সিপিআইএম নেতৃত্ব। । কোটশীলা পার্টি অফিসে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয় । সেখানে দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্যসহ অন্যান্য নেতৃত্ব হাজির ছিলেন ।