জলপাইগুড়ি: জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে মৃতদেহ থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না উধাও!
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে চাঞ্চল্য! মৃতদেহ থেকে লক্ষাধিক টাকার গয়না উধাও — অভিযোগ পরিবারের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের শবঘর থেকে মৃত নারীর শরীরের সমস্ত গয়না চুরির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃত মনখুশি বাউলি (বার্নিশ গ্রাম পঞ্চায়েত, ময়নাগুড়ি)–র পরিবার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পরিবারের দাবি— গতকাল রাতে হাসপাতালে আনার পথেই মৃত্যু হয় মনখুশি দেবীর। আজ সকালে ময়নাতদন্তের আগে দেহ দেখতে গিয়ে তাঁরা দেখেন, মৃতার নাক, কান, গলা— ক