সিউড়ি ১: ফের কোমা অঞ্চলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দর ঘটনা ঘটলো, ঘটনায় অঞ্চল সভাপতি অনুগামী দুজন আহত ব্লক সভাপতির অনুগামীদের হাতে
মঙ্গলবার দিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কোমা অঞ্চলের অঞ্চল সভাপতিকে ডেকে গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে দেয় বলে জানিয়েছিলেন। কিন্তু সেই অঞ্চলের জানুরী গ্রামে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ঘটলো বুধবার দিন। অঞ্চল সভাপতি এর অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল ব্লক সভাপতি এর অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় আহত দুজনকে নিয়ে আসা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে।