রায়গঞ্জ: ১২ নাম্বার জাতীয় সড়কে লড়ির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু চাঞ্চল্য করনদিঘির টুনিভিটা এলাকায়
১২ নাম্বার জাতীয় সড়কে লড়ির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু চাঞ্চল্য করনদিঘির টুনিভিটা এলাকায়। শনিবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। মৃত ব্যক্তির নাম মহাম্মদ ইসলাম, বয়েস আনুমানিক ৫০ বছর, বাড়ি করনদিঘির পাড়গাও এলাকায়। পরিবারের দাবী শুক্রবার সন্ধ্যায় সাইকেল চেপে ১২ নাম্বার জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল সে। পেছন থেকে একটি লড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তাকে উদ্ধার করে করনদিঘি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।