পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের বামনবাড় বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রঞ্জিতা প্রধান ক্রিকেটের প্রতি ছোটবেলা থেকে গভীর আকর্ষণ। গ্রামের মানুষ থেকে শুরু করে স্কুলের বন্ধু বান্ধবীর এখন থেকেই তাকে ছোট্ট রিতা বলে ডাকতে শুরু করেছে বিশ্বকাপ জয়ী প্রতিভা রঞ্জিতা জেদ কে আরো বাড়িয়ে তুলেছে রঞ্জিতার প্রতিভা তার নিষ্ঠা তার ছোটবেলার এই সংগ্রাম দেখে আশাবাদী পাড়া-প্রতিবেশীরা থেকে স্কুলের শিক্ষিকারা দেশের নাম উজ্জ্বল করবে এই ছোট্ট রিচা |