করণদিঘি: ডালখলা থানার পূর্ণিয়া মোড়ে বেআইনি দখল উচ্ছেদ করলো ডালখলা পৌর সভা ও পুলিশ প্রশাসন
ডালখলা থানার পূর্ণিয়া মোড়ে বেআইনি দখল উচ্ছেদ করলো ডালখলা পৌর সভা ও পুলিশ প্রশাসন শনিবার দুপুর একটা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে পাশাপাশি যে গুলো বাকি রয়েছে তাদের এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেরাই বেআইনি দখল উচ্ছেদ করে নেয় , বেআইনি দখল না ছাড়লে আইনগত ব্যাবস্থা গ্রহন করবে ডালখলা পৌরসভা ও প্রশাসন বলে জানিয়েছেন তারা ,