রায়গঞ্জ: আমি বাংলারই ছেলে, বুকে মোদিজির ছবি আছে, আমার পেছনে লাগলে ছাড়ব না, কর্নজোড়ায় বললেন বিতর্কিত আকতার আলি
আমি বাংলারই ছেলে, বুকে মোদিজির ছবি আছে, আমার পেছনে যে লেগেছে তাকে ছাড়ব না কর্নজোড়ায় আবারো বিস্ফোরক উক্তি বিতর্কিত সাসপেন্ডেড ডেপুটি সুপার আকতার আলির। দুর্নীতির দায়ে অভিযুক্ত আকতার আলিকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতর। সোমবার নয়া সরকারি নির্দেশে উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দেখা করতে আসেন আকতার আলি। আর সেখানেই ফের চড়া সুরে সরব হন আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আকতার আলি।