বলরামপুর শ্রী শ্রী নিত্যানন্দ সেবা সমিতির পক্ষ থেকে "বনভোজন মহোৎসব”অনুষ্ঠিত হলো রবিবার।প্রকৃতির কোলে বিরামডি রাসমেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত বনভোজন মহোৎসবে শুধু বলরামপুর বা পুরুলিয়া জেলা নয় ঝাড়খন্ড, উড়িষ্যা রাজ্য থেকেও বহু সনাতন ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন হিন্দু হৃদয় সম্রাট পদ্মশ্রী কার্তিক মহারাজ।