হবিবপুর: কয়েক লক্ষ টাকার প্রকল্পে নিম্নমানের নির্মাণকাজের অভিযোগ, সরব বুলবুলচন্ডীর স্থানীয় বাসিন্দারা
হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে কয়েক লক্ষ টাকার বরাদ্দে নতুন ভবন তৈরির কাজ চলছে। সরকারি প্যাথলজি ইউনিট বসানোর কথা থাকলেও নির্মাণ শুরু হতেই নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ—সঠিক স্যান্ড ফিলিং হয়নি, নিম্নমানের ইট ও মাত্র ১২ এমএম রড ব্যবহার করা হচ্ছে।মানসম্মত কাজের দাবিতে স্থানীয়রা হাসপাতালে গিয়ে বি.এম.ও.এইচ-এর দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন। তিনি না থাকায় অভিযোগপত্র রিসেপশনে দেওয়া হয়।