নলহাটি ২: ভগলদিঘীর উড়িষ্যায় আটকে থাকা 5 পরিযায়ী ফেরিওয়ালার বাড়িতে দেখা করতে গিয়ে বিধায়ক ও INTTUCর জেলা সভাপতি এ কি বললেন
নলহাটি দুই নম্বর ব্লকের ভগলদিঘী গ্রামে উড়িষ্যা থাকা একই পরিবারের পাঁচ পরিযায়ী ফেরিওয়ালাদের বাড়িতে পরিবারের সদস্যদের দেখা করলেন বিধায়ক ও INTTUC জেলা সভাপতি সহ ব্লক নেতৃত্ব। দীর্ঘ দিন ধরে উড়িষ্যা ঐ ভগলদিঘী গ্রামের পাঁচ পরিযায়ী ফেরিওয়ালার ব্যাবসা করতো। হঠাৎ তাদের উড়িষ্যার পুলিশ প্রশাসন ধরে বাংলাদেশি তকমা লাগিয়ে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখে। দীর্ঘক্ষণ আটকে রাখার পর স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও প্রশাসনের তৎপরত সঠিক নথিপত্র দেখে তবে তাদের ছেড়ে দেওয়া হয়।