খানাকুল ১: পুরশুড়ায় নির্দেশ অমান্য করে জমিতেই চলছে নারা পোড়ানো,আগুনে দগ্ধ ৬০ বছরের বৃদ্ধ
প্রশাসনের স্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও পুরশুড়ার বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে জমিতে নারা পোড়ানোর ঘটনা।রবিবার সন্ধ্যায় জমিতে নারা পড়াতে গিয়ে গুরুতরভাবে দগ্ধ হন আঁকরি এলাকার বাসিন্দা মদনমোহন ভৌমিক নামের বৃদ্ধ।জানা গেছে,নিজের জমিতে নারা পরানোর সময় তীব্র ঝোড়ো হাওয়ায় আগুনের লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে পড়ে তাঁকে ঘিরে ফেলে।স্থানীয়রা তাকে আরামবাগ মেডিক্যালে নিয়ে যান।পুরশুড়া পঞ্চায়েত সমিতির দাবি,জমিতে নারা পড়ানো বন্ধ করার জন্য লাগাতার প্রচার চালানো হচ্ছে।