শান্তিপুর: শান্তিপুরের নতুন হাটের একটি গোডাউনে DEB হানা,বাজেয়াপ্ত 93 বস্তা ভিন রাজ্যের রেশনের গম,আটক 1
Santipur, Nadia | Nov 17, 2025 শান্তিপুরের নতুন হাটের একটি দোকানে DEB হানা,এলাকায় চাঞ্চল্য। সূত্রের খবর,সোমবার দুপুরে রানাঘাট জেলা পুলিশ এর DEB বিভাগ খবর পায় শান্তিপুরের নতুন হাট এলাকায় ভিন রাজ্যের রেশনে বিক্রির গম বেআইনি ভাবে মজুত করা হচ্ছে। আর এর পরই DEB আধিকারিকের নেতৃত্বে একটি দল শান্তিপুর পুলিশ কে সাথে নিয়ে নতুন হাটের একটি গোডাউনে হানা দেয়। দীর্ঘ সময় তল্লাশির পর 93 বস্তা গম আটক করেছে পুলিশ। ঘটনায় 1 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।