২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদা জেলায় বুথ স্তরে সংগঠন আরও মজবুত করার লক্ষ্যে ‘বুথ বিজয় সংকল্প যাত্রা’ শুরু করল বিজেপি। রবিবার মালদার হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের কেন্দপুকুর এলাকায় এই কর্মসূচি পালিত হয়।কর্মসূচিকে কেন্দ্র করে কেন্দপুকুর স্ট্যান্ডে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই বিজেপি কর্মী-সমর্থকদের তরফে মন্ডল পান্ডেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি কেন্দপুকুর স্ট্যান্ডে অবস্থিত শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।