লাভপুর: সপ্তম শ্রেণীর এক ছাত্র রোবট তৈরি করে তাক লাগিয়ে দিল লাভপুরে!
Labpur, Birbhum | Nov 24, 2025 লাভপুরে বিপ্রটিকুরী অঞ্চলের কুরম্বা এলাকায় সপ্তম শ্রেণীর ছাত্র শেখ মহম্মদ রোবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে জেলায়।সেই রোবটের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলেই মিলছে উত্তর।গাণিতিক সমস্যা থেকে শুরু করে বিজ্ঞান সম্পর্কিত তথ্য সব কিছুরই রয়েছে জবাব। শুধু তাই নয়,কৃষিকাজে কীভাবে চন্দ্রবোড়া সাপের ছোবল এড়ানো যায়,সে সম্পর্কেও পরামর্শ দিচ্ছে রোবটটি।এবিষয়ে শেখ মহম্মদ জানায়,“ছোট থেকেই যন্ত্রপাতি নিয়ে কাজ করতে ভালো লাগে। বাংলাদেশের ইউটিউব ভিডিও দেখে অনুপ্রাণিত।