আরামবাগ: মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রীর মন্তব্যে বিতর্ক,রাজা রামমোহন রায়কে ‘ইংরেজদের দালাল’বলায় নিন্দার ঝড় আরামবাগ মহকুমায়
মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রীর মন্তব্যে বিতর্ক,রাজা রামমোহন রায়কে ‘ইংরেজদের দালাল’বলায় নিন্দার ঝড় আরামবাগ মহকুমায়।রাধানগরে বিক্ষোভ দেখায় তৃণমূল।জানা যায়,বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে অংশগ্রহণ করে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী রাজা রামমোহন রায়কে “ইংরেজদের দালাল”বলেছেন।এই মন্তব্যে সমালোচনার মুখে পড়েছেন তিনি।রামমোহন রায়ের জন্মভিটায় তৃণমূল বিক্ষোভ দেখায়।মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন আরামবাগের সাংসদ, রামমোহন গবেষক,স্বপন নন্দীর মতো ব্যক্তিত্বরা।