মেদিনীপুর: কুইকোটা এলাকায় রাস্তা সম্প্রসারণ ! সরানো হলো সবজি ব্যবসায়ীদের
মেদিনীপুর শহরের কুইকটা এলাকাতে রাস্তা সম্প্রসারণ এর উদ্যোগ নেওয়া হয়েছিল আগেই । প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন ফুটপাতে থাকা দোকানদারদের সরে যাওয়ার জন্য। তারপরেও সোমবার বহু সবজি ব্যবসায়ী ফুটপাতে দখল করে ব্যবসা শুরু করেছিলেন। ট্রফিক পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সরানো হলো সেই সমস্ত ব্যবসায়ীদের।