তপন: লস্করহাটে নবমীতে বসে আঁকো প্রতিযোগিতায় খুদে শিল্পীদের উচ্ছ্বাস
নবমীর দিন তপনের লস্করহাট গ্রাম্য বারোয়ারী মন্দির প্রাঙ্গণ জমে উঠেছিল খুদে শিল্পীদের অঙ্কন প্রতিযোগিতায়। বুধবার সকাল সাড়ে দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত আয়োজিত হয় এক বিশেষ বসে আঁকো প্রতিযোগিতা। এলাকার শিশু-কিশোরদের অংশগ্রহণে এই কর্মসূচি পরিণত হয় আনন্দ ও সৃজনশীলতার উৎসবে। নানা রঙে-তুলিতে দেবী দুর্গা ও উৎসবের আবহ ফুটিয়ে তোলে প্রতিযোগীরা। শিশুদের উচ্ছ্বাস ও আগ্রহে সরগরম হয়ে ওঠে গোটা মন্দির চত্বর। প্রতিযোগিতা শেষে বিচারকরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দে