কুমারগ্রাম: সংকোশ চা-বাগানে SSB-র ব্যবস্থাপনায় যুবতীদের বিউটিশিয়ান কোর্সের সূচনা হল
মঙ্গলবার এসএসবির ৩৪ নম্বর ব্যাটেলিয়নের ব্যবস্থাপনায় সংকোশ চা-বাগানে যুবতীদের বিউটিশিয়ান কোর্সের সূচনা হল। ওই কোর্সের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসবির ৩৪ নম্বর ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট মনোজকুমার চাঁদ, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট মণীশ কুমার সহ অন্যরা। জানা গিয়েছে, ২৫ জন যুবতীকে বিনামূল্যে বিউটিশিয়ান কোর্সের প্রশিক্ষণ দেওয়া হবে। ১৫ দিন ওই প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ শেষে যুবতীদের হাতে এসএসবির তরফে শংসাপত্র তুলে দেওয়া হবে।