রাজনগর: “খুনের খবর পেয়ে স্তব্ধ”, কসবা কাণ্ডে মুখ খুললেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান
দুবরাজপুরের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শ লোসালকার রক্তাক্ত দেহ কলকাতার কসবা থানার একটি হোটেল থেকে উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় শোকপ্রকাশ করে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে জানান, “খবর পেয়ে আমি স্তব্ধ। আদর্শ আমাদের ভাইপোর মতো, ভদ্র-শান্ত ও মেধাবী ছেলে ছিল। থানার পক্ষ থেকে শুধু জানানো হয়েছে যে সে খুন হয়েছে। কীভাবে বা কেন এখনও কিছুই জানা যায়নি। সত্য উদ্ঘাটন জরুরি।”