জলপাইগুড়ি: প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল মিডিয়া কনভেনর জলপাইগুড়িতে
জলপাইগুড়ি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল মিডিয়া কনভেনর (মাউন্ট আবু) বিকে শান্তনু ভাই জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তের সাংবাদিকদের কে নিয়ে "স্নেহ মিলন" উৎসবের মধ্য দিয়ে শান্তির বার্তা ছড়িয়ে দেন। বিশ্ব শান্তি কামনার লক্ষই এই সংস্থার। বর্তমান সময় দাঁড়িয়ে মিডিয়ার কি রোল তা এক আলোচনার মধ্য দিয়ে বিস্তারিত আলোকপাত করেন শান্তনু ভাই। ময়নাগুড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ সহ দুর্দান্ত থেকে বহু সাংবাদিক আজকের এই স্নেহমিলন উৎসবে উপস্থিত