গোয়ালপোখর ১: মৃতদেহ বাড়ি পৌঁছানোর পর ফেরার পথে বাইকে ধাক্কা মেরে নয়নজলিতে অ্যাম্বুলেন্স ঘটনায় মৃত্যু দুই
মৃতদেহ বাড়ি পৌঁছানোর পর ফেরার পথে বাইকে ধাক্কা মেরে নয়নজলিতে অ্যাম্বুলেন্স ঘটনায় মৃত্যু দুই। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ঝাড়বড়ি এলাকায়। জানা গিয়েছে গোয়ালপোখরের বাশবাড়ি এলাকায় ছেলের হাতে খুন হয় জামিল আকতার নামে এক ব্যক্তি। শনিবার ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর বিকালে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ বাড়ি পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সটি ইসলামপুরে ফেরার পথে ঝাড়বাড়ি এলাকায় একটি বাইকের ধাক্কা মেরে বাইকসহ নয়ন