ভাঙড় ১: ভাঙরে বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা ভাঙড়ের ভোজেরহাট ও তারদা এলাকার প্রধান সড়ক মেরামতের দাবিতে আজ রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, এলাকাবাসী বারবার প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের জানালেও সুরাহার কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বিশাল গর্তে ভরা এই রাস্তায় প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। পরিস্থিতি চরমে উঠতেই আজ সকালে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। তারদা এলাকায় রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হন শতাধিক স্থানীয় বাসিন্দা।