বালি-জগাছা: হাওড়া পুরসভার দুর্নীতির প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি
হাওড়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে হাওড়া সদর কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ বঙ্কিম সেতুর নিচে। হাওড়া পুরসভা কোটি কোটি টাকার দুর্নীতির তদন্তর দাবী, প্রশাসকের গ্রেফতারি এবং অবিলম্বে নির্বাচনের দাবিতে কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ।মিছিল করে পুরসভার দিকে এগোলে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলকে আটকায়। ব্যারিকেট ভেঙে যাবার চেষ্টা কংগ্রেস কর্মীদের।পুলিশের সাথে বচসা।