কালচিনি: কালচিনি ব্লকে ধান এখনও পুরোপুরি পাকে-নি, তারপরও বাধ্য হয়ে কাঁচা ফসল কাটছেন কৃষকরা, জানেন কেন?
কালচিনি ব্লকে ধান এখনও পুরোপুরি পাকে-নি, তারপরও বাধ্য হয়ে কাঁচা ফসল কাটছেন কৃষকরা। কারণ সন্ধ্যা নামতেই গ্রামাঞ্চলে ঢুকে পড়ছে বুনো হাতির দল, মুহূর্তে নষ্ট করছে বিঘের পর বিঘে ধান। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাতালি নাকাডালা, দক্ষিণ লতাবাড়ি সহ বিস্তীর্ণ কৃষিপ্রধান এলাকা এখন আতঙ্কের অন্য নাম ‘হাতি’।এলাকার সামনে একদিকে জলদাপাড়া জাতীয় উদ্যান, অন্যদিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বিশাল অরণ্য। ফলে প্রতি বছরই হাতির চলাচল থাকে।