মাদারিহাট: গার্ডওয়াল তৈরির কাজে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করলেন মাদারিহাটের পশ্চিম খয়েরবাড়ির বাসিন্দারা
মাদারিহাটের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েতের কলোনিপাড়া থেকে রাধিকাটাড়ি পর্যন্ত রাস্তাটি কংক্রিট দিয়ে ঢালাই করা হয় একবছর আগে। রাস্তা রক্ষায় গার্ডওয়াল তৈরির কাজ শুরু হয় এবছরের অক্টোবর মাসের শেষে। এদিকে গার্ডওয়াল তৈরির জন্য রাস্তা ঘেঁষে মাটি খননের পরপরই বৃষ্টি শুরু হয়। ফলে রাস্তার কংক্রিটের ঢালাইয়ের নিচের অংশের মাটি ধসে পড়ছে। এদিকে, ওই জায়গায় রয়েছে একটি তেল সরবরাহকারি সংস্থার পাইপলাইন। খোঁড়াখুঁড়ির খবর পেয়ে কাজ বন্ধ করে দেন সংস্থার আধিকারিকরা। সোমবা