হবিবপুর: শ্যামডাঙ্গা এলাকায় দুই বাইকের সংঘর্ষে আহত ২, বুলবুলচন্ডী হাসপাতাল থেকে একজনকে মালদা রেফার করেন চিকিৎসক
দুই বাইকের সংঘর্ষে আহত ২ ঘটনাটি ঘটেছে বুধবার হবিবপুর থানার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামডাঙ্গা এলাকায়, জানা গেছে স্যামডাঙ্গা এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়, ঘটনাস্থলে দুইজনে আহত হন একজনকে বুলবুলচন্ডী হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর মালদা রেফার করেন চিকিৎসক