মেদিনীপুর: মেদিনীপুরের কেরানীতলায় নার্সিংহোমে নয়, আগুন লেগেছে পরিত্যক্ত লজে, জানালেন দমকল আধিকারিক
আজ সোমবার সকালে মেদিনীপুর শহরের এক বেসরকারি নার্সিংহোমে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াই। যদিও পরে জানা যায় নার্সিংহোমে আগুন না লাগলেও নার্সিং হোম অ্যাটাচ একটি পরিত্যক্ত লজে লেগেছে আগুন। দমকলকে খবর দেওয়া হলেও দমকলের ইঞ্জিন আসার আগেই স্থানীয়রা নিভিয়ে দেয় আগুন।