ফালাকাটা: শনিবার বিরসাজয়ন্তীতে ফালাকাটার তাসাটি চা বাগানে মাদল যাত্রা করল আদিবাসী সংগঠন
শনিবার প্রয়াত স্বাধীনতা সংগ্রামী বীর বীরসা মুন্ডার ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে মাদলযাত্রা করে রাজি পারহা সারনা প্রার্থনা সভা ভারত নামে একটি আদিবাসী সংগঠন। সংগঠনের মহাসচিব ভগবানদাস মুন্ডা জানান, আদিবাসী তরুণ-তরুনীরা বর্তমান সময়ে নিজেদের সংস্কৃতিকে ভুলে যাচ্ছে,। তাই সংস্কৃতি রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়া হয়। এনিয়ে আলোচনাও করা হয়। পরে মাদল ধামসা নাগরা নিয়ে শোভাযাত্রা করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত