বোলপুর-শ্রীনিকেতন: বৈধ ভোটার বাদ পড়লে ‘কঠোর প্রতিক্রিয়া’র ইঙ্গিত, বাবু দাসের মন্তব্যে তোলপাড় বীরভূম
”যদি একটাও বৈধ ভোটারের নাম লিস্ট থেকে বাদ যায়, যেমন আমরা হরিবোল বলতে বলতে শ্মশানে দাহ করতে যাই, ঠিক সেরকম বিজেপির দালালদের অজয় নদে বিসর্জন দেব।" SIR নিয়ে বীরভূমের বোলপুরে তৃণমূলের জনসভায় মন্ত্রী চন্দ্রনাথ কে পাশে নিয়ে বিজেপির নেতাকর্মীদের সরাসরি খুনের হুমকি তৃণমূল নেতা বাবু দাসের। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন। ভোটকে সামনে রেখে আজ ১৭ ই নভেম্বর আনুমানিক বিকেল ৪ টে নাগাদ বীরভূমের বোলপুর বিধানসভার সুপুর গ্রামে তৃণমূলের জনসভা ছিল। প্রধান বক্তা বোলপুর