অলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের জাতীয় সড়কে ফের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের ও পাঁচজন আহত হয়েছেন। মৃতের নাম বিমল কৃষ্ণ ভৌমিক (৬৭), ফালাকাটা ব্লকের বাসিন্দা। বুধবার সকাল আটটা নাগাদ জানা যায়, গতকাল ফালাকাটার ছয়জন একটি গাড়িতে করে বক্সা টাইগার রিজার্ভের জয়ন্তী এলাকায় ঘুরে বাড়ি ফিরছিলেন। রাতে কালচিনি ব্লকের মেন্দাবাড়ির মন্তরম চোপতি কাছে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে খাদের মধ্যে উল্টে যায়।