আলিপুরদুয়ার ১: আলিপুরদুয়ার জংশন রেল বাজারে বাইক ও ম্যাজিকের সংঘর্ষ
সাত সকালে দুর্ঘটনা ঘটলো আলিপুরদুয়ার জংশন রেল বাজার এলাকায়। একটি ম্যাজিক গাড়ি এবং বাইকের সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যাজিক গাড়িটি ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে নটা নাগাদ। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে এসেছে জংশন ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে বাইক এবং ম্যাজিক গাড়ি টিকে আটক করেছে। প্রাথমিক ভাবে জানা গেছে ম্যাজিক গাড়িটি মূল রাস্তা ধরেই চলছিল কিন্তু বাইক চালক গলিপথ থেকে মূল রাস্তায় উঠার পরেই দুটি গাড়ির সংঘর্ষ হয়।