রবিবার সারা জুড়ে কনস্টেবল পদের পরীক্ষার দিন ছিল। সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতেও পরীক্ষা ছিল। ডেবরা পুলিশ সূত্রে খবর ডেবরা ব্লকের নটি কেন্দ্রে আজ পরীক্ষা হল। পরীক্ষার্থী ছিল প্রায় পাঁচ হাজারের মতো। পরীক্ষা নির্ভিগ্নেই হয়েছে। তবে রবিবার বিকেল পর্যন্ত কত জন পরীক্ষা দিয়েছে তা জানানো হয়নি।