বুধবার সন্ধ্যায় তেঘরিপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল ও মনিপুর মোড়ে এক পথসভার আয়োজন করে সিপিআইএম কর্মীরা,আগামী ১১ডিসেম্বর বাংলা বাঁচাও যাত্রাটি পৌছাবে নবদ্বীপ শহরে,বাংলা বাঁচাও যাত্রা সফল করতে ১১ ডিসেম্বর রাধাবাজারে জনসভার আয়োজন করা হয়েছে,সেই যাত্রা সফল করা ও পুকুর ভরাট বন্ধ এবং ভাগীরথী নদী থেকে মাটির পাচার বন্ধের দাবি সহ একাধিক দাবিতে মিছিল ও পথসভার আয়োজন করা হয়।