কাঞ্চনপুর-জম্পুই ৪৪নং-এ জাতীয় সড়কে একটি বাইকে চেপে ৩জন জম্পুই থেকে কাঞ্চনপুরের দিকে আসার পথে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তাতে ঘটনাস্থলেই এক SPO সহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়। আহত বাইক চালক। তদন্তে কাঞ্চনপুর থানার পুলিশ। নিহতরা হলেন এস.পি.ও বিশ্বজিৎ দাস এবং পরিমল শব্দকর। আহত বাইক প্রদীপ শব্দকর।