কুমারগ্রাম: তুরতুরিখণ্ড গ্রাম পঞ্চায়েতের কাঞ্জালিবস্তিতে CC রোডের নির্মাণকাজের সূচনা করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি
সোমবার কুমারগ্রাম ব্লকের তুরতুরিখণ্ড গ্রাম পঞ্চায়েতের কাঞ্জালিবস্তিতে একটি সিসি রোডের নির্মাণকাজের সূচনা হল। ফিতে কেটে রাস্তার নির্মাণকাজের সূচনা করেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। জানা গিয়েছে, অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের বরাদ্দকৃত ৩৭ লাখ টাকা ব্যয়ে ১ কিমি ওই রাস্তাটি তৈরি করা হবে।