কেতুগ্রাম ১: কেতুগ্ৰামের মালগ্রামে কালীপুজোর উদ্বোধন করলেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ
কেতুগ্ৰামের মালগ্রামে সোমবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ কালীপুজোর উদ্বোধন করলেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ। জানা গিয়েছে, কেতুগ্রাম-১ ব্লকের আগড়ডাঙ্গা পঞ্চায়েত এলাকায় ধুমধাম সহকারে কালীপুজোর আরাধনা করা হয়। এদিন বিধায়ক মালগ্রামের পুজোর উদ্বোধন করেন। এই পুজো ঘিরে এলাকাবাসীর মধ্যে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা যায়।