রায়গঞ্জ: রায়গঞ্জ ক্ষত্রিয় হোস্টেলের ১০৫ তম বর্ষে প্রথম স্মরণিকা প্রকাশ করলো রায়গঞ্জ ক্ষত্রিয় হোস্টেল
রায়গঞ্জ ক্ষত্রিয় হোস্টেলের ১০৫ তম বর্ষে প্রথম স্মরণিকা প্রকাশ করলো রায়গঞ্জ ক্ষত্রিয় হোস্টেল। রবিবার দুপুরে রায়গঞ্জ ক্ষত্রিয় হোস্টেল সমতির সম্পাদক সুজিত কুমার রায় চৌধুরী বলেন, রায় সাহেব পঞ্চানন বর্মা কতৃক ১৯২০ সালে রায়গঞ্জ ক্ষত্রিয় হোস্টেল স্থাপিত হয়। সেই হোস্টেলের কোনও স্মরণিকা এতদিন ছিল না। ১০৫ বছর পরে প্রথম স্মরণিকা প্রকাশ করা হবে। এদিনের এই কর্মসুচীতে বহিরাগত বিশিষ্টরা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।