ডেবরা: চকমানু সংসদে ঢালাই রাস্তার কাজ উদ্ধোধন করলেন উপপ্রধান চন্দন বেরা
বুধবার দুপুর দুটো নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের তিন নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের চকমানু সংসদে ২ লক্ষ টাকা ব্যায়ে ঢালাই কাজ শুরু হোলো। যার কাজের শুভ উদ্ধোধন করলেন ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন বেরা।এই এলাকার এই ঢালাই রাস্তা তৈরীর কাজ সম্পূর্ণ হলে এলাকার বহু মানুষ উপকৃত হবে বলে জানান ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন বেরা।