কালচিনি: নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে কালচিনি ব্লকের বিভিন্ন স্কুলে পালিত হল শিশু দিবস
নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে কালচিনি ব্লকের বিভিন্ন স্কুলে পালিত হল শিশু দিবস। সকাল থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে ছিল উৎসাহের ঝলক। সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা দিনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।শিশু দিবস উপলক্ষে শুক্রবার কালচিনি ব্লকের বুল স্কুলেও নানা অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান পবন কুমার, যিনি শিশুদের উৎসাহিত করে শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান।