মঙ্গলকোট: মঙ্গলকোটের কৈচরে বিশেষ 'SIR ওয়ার রুমের' তদারকি করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
SIR নিয়ে এখন সড়গড়ম রাজ্য রাজনীতি। আর SIR শুরু হতেই রাজ্যজুড়ে তৎপর শাসক শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে SIR সম্পর্কিত যেকোন সমস্যা সমাধানের জন্য তৃণমূলের উদ্যোগে অঞ্চলে অঞ্চলে খোলা হয়েছে সহয়তা কেন্দ্র। পাশাপাশি SIR পর্বের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখতে মঙ্গলকোটের কৈচরে তৈরী করা হয়েছে বিশেষ ‘SIR ওয়ার রুম’। রবিবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ ওই ওয়ার রুমের তদারকি করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি।