খানাকুল ১: দীর্ঘ প্রতীক্ষার অবসান,এক দশক আইনি জটিলতার পর অবশেষে ভাবাদিঘিতে এসে পৌঁছাল রেল
দীর্ঘ প্রতীক্ষার অবসান।প্রায় এক দশক আইনি জটিলতার পর অবশেষে গোঘাটের ভাবাদিঘি এলাকায় গড়ালো রেলের চাকা।বুধবার ভোরে মাল বোঝাই রেল গাড়ি ভাবাদিঘি এলাকায় এসে পৌঁছায়।অবশেষে সংযুক্ত হতে চলেছে শৈব তীর্থ তারকেশ্বর ও মন্দির নগরী বিষ্ণুপুরের মধ্যে রেল যোগাযোগ।যদিও কাজ সম্পন্ন হতে 4-5 মাস সময় লাগবে বলে রেল সুত্রে জানা যায়।এদিকে প্রথম ভাবাদিঘিতে রেল আশায় আনন্দিত ভাবাদিঘির মানুষ।এদিন ভোর রাত থেকে মানুষ সেখানে অপেক্ষায় থাকেন ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য।