ভগবানগোলা ২: ভগবানগোলা দু’নম্বর ব্লকে ISF-এর কর্মীসভা: কলেজ, হাসপাতাল ও ব্রিজের দাবিতে গর্জে উঠল জনতা
ভগবানগোলা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৫: ভগবানগোলা দু’নম্বর ব্লকে আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)-এর উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশাল কর্মীসভা। নওশাদ সিদ্দিকী ভাইজানের কণ্ঠস্বর ও বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয় ব্লক সভাপতি আমিরুল শেখের নেতৃত্বে। রানীতলা হাট চত্বরে প্রায় হাজারাধিক মানুষের উপস্থিতিতে জমে ওঠে সভাস্থল, উত্তেজনা ও উদ্দীপনায় মুখরিত হয় পুরো এলাকা। সভামঞ্চ থেকে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তোলেন ISF কর্মীরা—ভগবানগোল