কৃষ্ণনগর ১: বিরল রোগে আক্রান্ত ১১মাসের শিশুর জন্য ৫০০০০ টাকার আর্থিক সাহায্য প্রদান কৃষ্ণনগর চাষাপাড়া বারোয়ারির বুড়িমা পুজো কমিটি
রানাঘাটে অস্মিকার পর এবার একই দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে জীবন মরণ লড়াই করছে অংশীকা মন্ডল। অংশীকার বয়স বর্তমানে এগারো মাস। তিন মাস আট দিন বয়স থাকাকালীন এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় শিশুটি। জগদ্ধাত্রী পুজোর আগে শিশুটির বাবা পেশায় অধ্যাপক অনিমেষ মন্ডল বিষয়টি জানিয়ে আর্থিক সহায়তার জন্য জগৎখ্যাত কৃষ্ণনগর চাষাপাড়া বুড়িমা বারোয়ারি কমিটির সাথে যোগাযোগ করেন। এবং বিষয়টি জানতে পেরে চাষাপাড়া বুড়িমা পূজা কমিটি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।